ছোটলিখা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০২ খ্রি. থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে বড়লেখা তথা মৌলভীবাজার জেলার বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।
প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী দেশ-বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কর্মরত। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সাধ্যানুযায়ী কাজ করি। এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তার প্রতিদান কখনো শোধ করা যাবে না।
আমি আশা করি, অত্র এলাকায় একটি সুশিক্ষিত ও কর্মবীর সমাজ গঠনে এই বিদ্যালয়ের সক্রিয় ভূমিকা সব সময় থাকবে। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময়ই আমাদের পাশে ছিলেন। এজন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করি।
এই বিদ্যালয়ে আমি ২০১৩ সনে যোগদান করে অদ্যাবধি র্কমরত আছি। শুরু থেকেই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতা, দক্ষতা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে নিজে সচেষ্ট হই এবং আমার সহকর্মীদেরকেও সেভাবে উদ্বুদ্ধ করি। সকল শিক্ষক/শিক্ষিকা টানা নিরলস প্ররিশ্রম করে এই প্রতিষ্ঠানকে মৌলভীবাজার জেলার মধ্যে অন্যতম একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে স্থান করে নেয় । এসএসসি ও জেএসসি তে একাধিকবার ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হই। শিক্ষার গুনগত মান উন্নয়নে ও আমরা এগিয়ে। প্রতিষ্ঠানটির সৃষ্টির মাত্র ২০/২১ বছরের মধ্যে জেলার মধ্যে সাফল্যের দিক দিয়ে অনেক পুরাতন প্রতিষ্ঠান পিছনে ফেলে এক অনন্য উচ্চতায় পৗেছেঁ যায়।